কোচবিহার

শতাব্দী প্রাচীন গাছ বাঁচাতে, কোচবিহারে গণস্বাক্ষরে নামল সমাজকর্মীরা

রাস্তা সম্প্রসারনের জন্য কোচবিহারের নরনারায়ন রোডে থাকা শতাব্দী প্রাচীন তল্লিগাছ কেটে রাস্তা সম্প্রসারনে উদ্যোগ নিয়েছে পূর্ত দপ্তর। বিগত কয়েক দশকে এই ঐতিহ্য মণ্ডিত গাছগুলির সব ক'টিই কাটা পড়ার পরে একমাত্র শহরাঞ্চলে চিলারায় ব্যারাকের পূর্বদিকে নরনারায়ণ রোড বরাবর মাত্র চারটি তল্লীগাছ অবশিষ্ট রয়েছে l সম্প্রতি রাস্তা, ফুটপাথ এবং ড্রেন্ নির্মাণের জন্য এই গাছগুলিও কেটে ফেলার কাজ শুরু হয়েছেl বুধবার দুপুরে একটি বড় ডাল কাটা হয়l এই খবরটি জানতে পেরে কোচবিহারের বিভিন্ন সংগঠন এই বিষয়ে সরব হয়েছে এবং গাছ কাটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেনl এদিনো ব্লাড ডোনার্স অর্গানাইজেশন, কোচবিহার আর্কাইভ, সাইন্স ওয়ার্কিং সোসাইটি, কোচবিহার মাউন্টেনীয়ার্স ক্লাব, পিপলস্ ওয়েলফেয়ার সোসাইটি, অনুভূতি, কবওয়েব- হার্ডকোর কুইজ লাভার্স কোচবিহার, দোতরার ডাং প্রভৃতি সংগঠন-সহ বহু সাধারণ মানুষ গাছ কাটবার বিরুদ্ধে গাছগুলি একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছে l কোচবিহারের জেলাশাসকের কাছে সংগঠনগুলির পক্ষ থেকে সাধারণ মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বুধবার রাতে।

এবিষয়ে এই আন্দোলনে সামিল এক কর্মকর্তা জানান, শহরের উন্নতি করার লক্ষ্য নিয়ে একের পর এক গাছ কাটা হচ্ছে। যার প্রতিবাদে তাঁরা এই আন্দোলনে সামিল হয়েছেন, কিন্তু গাছ না কেটে বিকল্প ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে শহরের উন্নতি হোক সেটা তারাও চায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/rnMQpK47kNQ